নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাথে আনুষ্ঠানিকভাবে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও গ্রামীণ ফোন লিমিটেডের মধ্যে ‘ই-ট্রাফিক প্রসিকিউশন প্রসেস’ সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে আরএমপির সদর দপ্তরের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, পিপিএম। চুক্তিপত্রে আরএমপি’র পক্ষে স্বাক্ষর করেন ডিসি (সদর) তানভীর হায়দার চৌধুরী, ইউসিবি’র পক্ষে ইউসিবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এটিএম তাহমিদুজ্জামান ও গ্রামীণ ফোন লিমিটেডের পক্ষে গ্রামীণ ফোন রাজশাহী সার্কেলের আঞ্চলিক প্রধান তাজিব আহমেদ। আরো উপস্থিত ছিলেন, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, ডিসি (বোয়ালিয়া) আমির জাফর, ডিসি (শাহমখদুম) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, ডিসি (কাশিয়াডাঙ্গা) জয়নুল আবেদীন, ডিসি (ট্রাফিক) অনির্বান চাকমা, এসি (ট্রাফিক) ইফতে খায়ের আলম, ইউসিবি’র সহকারী ভাইস প্রেসিডেন্ট হাসান মোহাম্মদ জাহিদ, এরিয়া সেল্স ম্যানেজার মাহাবুব উদ্দিন, রাজশাহী ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আবুল হোসেন হাওলাদার, গ্রামীণ ফোন লিমিটেড রাজশাহীর টেকনোলজি হেড কাজী জিয়াউর রহমান, স্ট্রেটেজিক একাউন্ট ম্যানেজার হেলাল উদ্দিন আহমেদ, বিজনেস ডেভলেপ ম্যানেজার সিরাজ উদ্দিন।
আরএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক দায়েরকৃত মামলাসমূহের জরিমানা/বিল আদায় পদ্ধতি সহজীকরণ, আধুনিকীকরণ ও ডিজিটাল পদ্ধতির প্রবর্তনের লক্ষ্য নিয়ে এই চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। এর ফলে রাজশাহী মহনগরীর সাধারণ জনগন সহজে ও দ্রুততার সাথে ট্রাফিক প্রসিকিউশন সংক্রান্তে জরিমানাসমূহ ইলেকট্রনিক্স পদ্ধতিতে পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যায়ক্রমে ইউসিবি ব্যাংকের এজেন্ট পয়েন্ট স্থাপন করা হবে। রাজশাহী মহানগরীতে শীঘ্রই এই পদ্ধতির বাস্তব প্রয়োগ শুরু হবে বলে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন।
পুলিশ কমিশনার বলেন, ই-ট্রাফিক প্রসিকিউশন প্রসেস চালু হলে আরএমপি’র সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং জনগণ তার সুবিধাজনক এজেন্ট পয়েন্টে ট্রাফিক প্রসিকিউশন সংক্রান্ত জরিমানা/বিল পরিশোধ করতে পারবেন।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০