আরএমপির অতিরিক্ত কমিশনার তমিজসহ দুই কর্মকর্তার বদলি - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ৮:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০১৮, ৬:২২ পি.এম
আরএমপির অতিরিক্ত কমিশনার তমিজসহ দুই কর্মকর্তার বদলি
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদসহ দুই অতিরিক্ত ডিআইজিকে বদলি করা হয়েছে। এরমধ্যে আরএমপির অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিনকে ঢাকা
এসবির অতিরিক্ত ডিআইজি ও ডিসি পূর্ব অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। সিএমপির উপ-পুলিশ কমিশনার সুজায়েত ইসলামকে আরএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের এ বদলির আদেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম বলেন, প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ দেওয়া হয়েছে।
আরএমপির ডিসি পূর্ব অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলাম বলেন, আমাকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।
খবর২৪ঘন্টা / এম কে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০