নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশে যোগদান করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার সালমা বেগম। গত সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত কমিশনার হিসেবে যোগদান করেন। আরএমপিতে যোগদানের পর তাঁকে আরএমপির বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মঙ্গলবার তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান, আরএমপির মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার
জয়নুল আবেদিন, এসি মাসুদ রানা ও মতিহার থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান প্রমুখ। উল্লেখ্য, গত কয়েকদিন আগে সালমা বেগমসহ বেশ কিছু কর্মকর্তা পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পান। পদোন্নতি পাওয়ার পর তাকে আরএমপিতে পদায়ন করা হয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০