খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: আম বোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই পিকআপটির মালিকের ছেলে নিহত ও এর চালক গুরুতর আহত হয়েছেন। বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার পূর্ব বেজহার এলাকায় শনিবার বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সুজন বেপারী (২৫)। তার বাড়ি বগুড়া জেলার সোনাতলা উপজেলার চুকাইনগর গ্রামে। তার বাবা ও পিকআপের মালিকের নাম ইয়াসিন বেপারী। সুজন পিকআপটিতে হেলপারের দায়িত্ব পালন করছিলেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত চালক হেলাল মন্ডলকে (৪০) উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুজনের মরদেহ মেডিক্যালের লাশ ঘরে রাখা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, রংপুর থেকে শুক্রবার রাত তিনটার দিকে আম নিয়ে বরিশালের উদ্দেশে রওনা হয় পিকআপটি। শনিবার বিকেলে গৌরনদী উপজেলার পূর্ব বেজহার এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে হেলপার এবং চালক গাড়ির মধ্যেই আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে গাড়ির ভেতর আটকে থাকা হেলপারের মরদেহ এবং আশঙ্কাজনক অবস্থায় চালককে উদ্ধার করে।খবর২৪ঘন্টা /এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০