খবর ২৪ ঘণ্টা ডেস্ক: হরমুজগঞ্জ প্রদেশের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় আমেরিকার একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি মার্কিন সেনাবাহিনী।
ইরানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সীমানা লঙ্ঘন করায় বৃহস্পতিবার আমেরিকার একটি গুপ্তচর ড্রোন ফেলে দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজি) সেনারা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, এটি আরকিউ-৪ টাইপের ড্রোন। প্রতিপক্ষের এলাকা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এই ঘরানার ড্রোন ব্যবহার করা হয়।
ড্রোন ফেলার নতুন দাবি নিয়ে এখনো মন্তব্য না করলেও রোববার মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর থেকে জানানো হয়েছিল, ইরান তাদের একটি ড্রোন মাটিতে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
খবর২৪ঘণ্টা, এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০