খবর২৪ঘন্টা বিনোদন ডেস্ক: গেল বুধবার মুম্বাইয়ের কোকিলাবেনের ধিরুভাই আম্বানি হাসপাতালে মারা যান বলিউড অভিনেতা ইরফান খান। স্বামীর মৃত্যুর পর এই প্রথম সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট দিলেন তার বাঙালি স্ত্রী সুতপা শিকদার। ইরফানের সঙ্গে সংসার জীবন নিয়ে তিনি ফেসবুকে অতি সংক্ষেপে লিখেছেন, ‘আমি হারিনি, সব দিক দিয়ে জিতেছি।’
গতকাল বৃহস্পতিবার সন্ধায় নিজের ফেসবুক প্রোফাইলের ছবি বদলে দেন পেশায় চিত্রনাট্যকার সুতপা। সেই ছবির ক্যাপশনেই সুপারস্টার স্বামীকে নিয়ে ওই লাইনটি লিখেছেন তিনি। সেই ছবি দেখলেই ইরফান-সুতপার দীর্ঘ সংসার জীবনের কেমিস্ট্রির এক ঝলক ভেসে উঠবে চোখের সামনে। ছবিতে দেখা যাচ্ছে, ইরফানকে জড়িয়ে ধরে রয়েছেন সুতপা।
অসুস্থ অবস্থায় ইরফানকে বাঁচাতে প্রাণপণ লড়াই করেছেন তার স্ত্রী। লন্ডনে ক্যানসারের চিকিৎসা শেষে দেশে ফেরার পর ইরফান বলেছিলেন, তিনি সুতপার জন্য বাঁচতে চান। বলিউডে সবাই জানতেন, সুতপার জন্য ইরফানের ভালোবাসা কত গাঢ়। অভিনেতার মৃত্যুতে তার পরিচালক বন্ধু সুজিত সরকার ট্যুইটারে লিখেন, ‘সুতপা এই লড়াইয়ে তুমি সর্বোচ্চ দিয়েছো।’
এদিকে ইরফানের বড় ছেলে বাবিলও বন্ধু এবং প্রিয়জনদের ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। লিখেছেন, ‘বন্ধুরা দুর্দিনে যেভাবে আমার পাশে দাড়িয়েছে তাতে নিজেকে ধন্য মনে হচ্ছে। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন, এই মুহূর্তে আমার শব্দভাণ্ডার গুলিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ। খুব ভালোবাসা সবাইকে।’
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০