খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বাংলাদেশ এলডিসি (স্বল্পোন্নত) থেকে গ্র্যাজুয়েশনের (উত্তরণ) মাধ্যমে উন্নয়নের পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছে, আমাদের আরো বেশি মানবিক ক্ষমতা দরকার।বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় শনিবার সকালে প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি (ডব্লিউএসইউ) পরিদর্শনকালে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষার জন্য অস্ট্রেলিয়া একটি প্রিয় গন্তব্যস্থল। প্রায় ২০০ শিক্ষার্থী ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন।
শেখ হাসিনা আরো বলেন, অস্ট্রেলিয়া এ ক্ষেত্রে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দান এবং বৃত্তিমূলক শিক্ষায় প্রশিক্ষণ দিয়ে অবদান রাখতে পারে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সভাপতি প্রফেসর বার্নি গ্লোভার, শিক্ষক এবং শিক্ষার্থীদের একটি বড় অংশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা বলেন, ডব্লিউএসইউ বর্তমানে বাংলাদেশ সরকারের বিচার ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে জন্য প্রশিক্ষণ দান কর্মসূচির মাধ্যমে সহায়তা দিচ্ছে।
তিনি বলেন, আমাদের মানবসম্পদ সক্ষমতা বাড়ানো প্রয়োজন। যেখানে অস্ট্রেলিয়া প্রশিক্ষণ ও ভোকেশনাল শিক্ষার মাধ্যমে অবদান রাখতে পারে। বাংলাদেশের শিক্ষার্থী যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের দেয়া জ্ঞান তাদের ভালোভাবে অর্জন করতে হবে।
জ্ঞান বিনিময় ও সমুদ্র শাসনে জুডিশিয়ারি ম্যানেজমেন্ট এবং ওশানোগ্রাফিতে প্রশিক্ষণ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়কে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় সহযোগিতা করছে।
ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় পরিদর্শন আমার জন্য আনন্দের, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০