নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গতকাল ১৮ জানুয়ারী সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনুরায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটক করে। আটককৃতরা হলো, সদর থানার আমনুরা শিশাতলা এলাকার মৃত লালু মোল্লার ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৮), আমনুরা দক্ষিণপাড়া এলাকার আব্দুল মজিদ (৩৮), ও আমনুরা পশ্চিমপাড়া এলাকার মুকুল (৩০)।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গতকাল ১৮ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন আমনুরা এলাকায় অভিযান চালিয়ে সিদ্দিক, মজিদ ও মুকুলকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০