ড. কামাল হোসেনকে আবারো গণফোরামের সভাপতি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১২ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গণফোরামের বিশেষ কাউন্সিলে এ ঘোষণা দেয়া হয়। কাউন্সিলে ড. কামালকে নতুন সভাপতি হিসেবে নাম প্রস্তাব করা হয়। উপস্থিত ফোরামের সদস্যরা সে প্রস্তাবে সমর্থন জানান।
এছাড়া সাধারণ সম্পাদকসহ কমিটির অন্য সদস্য বাছাইয় ২০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আলোচনার ভিত্তিতে তারাই কেন্দ্রীয় কমিটির সদস্য বাছাইয়ে কাজ করবেন।
এর আগে গণফোরামের কাউন্সিলকে ঘিরে দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কামাল হোসেনের অনুসারিরা কাউন্সিলের আয়োজন করে অন্যদিকে মোস্তফা মোহসীন মন্টুর অনুসারিরা প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির ডাক দেয়।
সকালে কামাল হোসেনের সমর্থকরা কাউন্সিলের প্রস্তুতি নেয়ার সময়ে মন্টুর সমর্থকরা প্রেসক্লাবের ভেতরে ঢুকে পড়ে। উভয় পক্ষের তর্কবিতর্কের একপর্যায়ে চেয়ার টেবিল ভাঙচুরের পাশাপাশি কাউন্সিলে আসা নেতা-কর্মীদের মারধরের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে প্রেসক্লাব থেকে মন্টু সমর্থকদের বের করে দেয়।
উল্লেখ্য, গত ৯ মার্চ গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেনের নামে আইনি নোটিশ পাঠায় তার দলেরই একাংশের ২ শীর্ষ নেতা। এই নোটিশ পাঠান একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও নির্বাহী সভাপতি আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ।
কাউন্সিল আয়োজনের অনুমতি দিয়েও কমিটি গঠনের পর নির্বাচন কমিশনে চিঠি দিয়ে এ সংক্রান্ত বিষয় অস্বীকার করে ড. কামাল প্রতারণা করেছেন বলে অভিযোগ করা হয় ওই নোটিশে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০