বলিউড অভিনেত্রী লিসা হেইডন আবারও মা হচ্ছেন। আগামী জুনে এই অভিনেত্রীর ঘরে আসবে নতুন অতিথি। সোমবার (৮ জানুয়ারি) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইন্সটাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে এ তথ্যটি জানিয়েছেন লিসা।
এর আগে ২০১৭ সালে প্রথম সন্তানের মা হন এই অভিনেত্রী। ছেলের নাম রাখেন জ্যাক। গত বছর তার দ্বিতীয় ছেলে লিওর জন্ম হয়।
দীর্ঘদিন লুকিয়ে প্রেম করার পর ২০১৬ সালে দিনো লালাভানিকে বিয়ে করেন লিসা। দিনো পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ উদ্যোক্তা গুল্লু লালভানির ছেলে। অনেকটা গোপনেই বিয়ে করেছিলেন তারা। বিয়ের কয়েকদিন পরেই লিসার প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদ শোনা যায়।
উল্লেখ্য, বিভিন্ন ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী লিসা। আয়শা, কুইন, রাসকেল, হাউজফুল-থ্রি, অ্যায় দিল হ্যায় মুশকিলসহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রে দেখা গেছে তাকে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০