দেশে বিদ্যুতের দাম আবারও বাড়ানো হয়েছে। এবার ভোক্তাপর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ানো হলো।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর সেটি গেজেট আকারেও প্রকাশিত হয়।
সরকারের নির্বাহী আদেশে বিদ্যুতের এই মূল্য বৃদ্ধি করা হয়েছে। মার্চ মাসের বিল থেকেই বিদ্যুতের নতুন দাম কার্যকর করা হবে।
এর আগে, গত জানুয়ারি মাসে দুই দফায় বিদ্যুতের দাম বাড়ায় সরকার। যা জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই ভাগে কার্যকর হয়েছে। সর্বশেষ গত ৩০ জানুয়ারির প্রজ্ঞাপনে বিদ্যুতের দাম খুচরা পর্যায়ে ৫ শতাংশ ও পাইকারি পর্যায়ে ৮ শতাংশ বাড়ানো হয়।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০