আবারও দাম বেড়েছে সয়াবিন তেল ও চিনির। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলে ১২ টাকা বেড়ে হয়েছে ১৯০ টাকা, যা এত দিন দাম ছিল ১৭৮ টাকা। আর প্যাকেটজাত প্রতি কেজি চিনির দাম ১৩ টাকা বেড়ে হয়েছে ১০৮ টাকা। যা আগে ছিল ৯৫ টাকা।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে এই দাম কার্যকর।
বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, বুধবার (১৬ নভেম্বর) সয়াবিন তেলের দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল, ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
একই দিনে চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনও চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছিল।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০