আবারও ঢাকা-রাজশাহী মহাসড়কে আদিবাসী শিক্ষার্থীদের অবস্থান - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ১২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০১৮, ১:৩৩ পি.এম
আবারও ঢাকা-রাজশাহী মহাসড়কে আদিবাসী শিক্ষার্থীদের অবস্থান
রাবি প্রতিনিধি : সরকারি চাকুরিতে ৫ শতাংশ আদিবাসী কোটার দাবিতে ৭ দিন বিরতিতে আবারও আন্দোলনে নেমেছে রাজশাহী সমন্বিত আদিবাসি কোটা রক্ষা কমিটি। রবিবার সকাল সাড়ে ১০ টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, সড়ক অবরোধ থাকায় সড়কে যান চলাচল বন্ধ আছে। এসময় পুলিশকেই যানবাহন ও যাত্রীদেরকে মাঝপথ থেকে ফিরিয়ে দিতে দেখা গেছে। কিছু কিছু যানবাহন বিকল্প পথ দিয়ে চলাচল করছে । এদিকে পায়ে হেটে চলাচল করতে দেখা গেছে শতশত যাত্রীকে।
আদিবাসী কোটা রক্ষা কমিটির আহবায়ক রুহুল আমিন কিস্কুর নেতৃত্বে এসময় মহাসড়কে অর্ধশতাধিক আদিবাসি শিক্ষার্থী অবস্থান করছিলেন। এদেরমধ্যে সান্তাল স্টুডেন্টস ইউনিয়ন (সাসু) রাজশাহী মহানগর, আদিবাসী স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভারসিটি(আসারু), আদিবাসী স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব রাজশাহী কলেজ(রাসা)'র সদস্যরা সমন্বিত ভাবে আন্দোলনে নেমেছে। এসময় আন্দোলনকারীরা জানান বিকেল তিনটার মধ্যে তাদের দাবি মানা না হলে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে ।
বিজয় মুর্মু নামের একজন আদিবাসী শিক্ষার্থী বলেন, " কুসংস্কার ও দরিদ্রতার কারণে আর্থ-সামাজিক ও শিক্ষাগ্রহণে অনেক পিছিয়ে আছি আমরা। সরকারের এমন সিদ্ধান্ত আদিবাসীদের আরো পিছিয়ে দেবে। আমাদের জন্য যে ৫ শতাংশ কোটা রাখা হয় সেটাও কখনো পূরণ হয় না। উন্নয়নের মূল স্রোত ধারায় আদিবাসীদের আনতে আদিবাসী কোটা রাখা খুব জরুরী। এটা কিন্তু আমাদের সাংবিধানিক অধিকারও ।"
এর আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকুরীতে নিয়োগের ক্ষেত্রে ৫ শতাংশ কোটা সংরক্ষণের দাবিতে গতসপ্তাহের শুরুতে আন্দোলনে নামে আদিবাসী শিক্ষার্থীরা।
খবর২৪ঘণ্টা.কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০