মিয়ানমারে সামরিক সরকার বিরোধী বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে আন্দোলনকারী দুইজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন কয়েকজন। রোববার (২৮ ফেব্রুয়ারি) নিক্কেই এশিয়া ও রয়টার্সের প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া গেছে এ বিষয়ে।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছে জনগণ। জনগণ বলছে, গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী সূ চি সরকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বন্দি করে ক্ষমতা দখল করে নিয়েছে সেনাবাহিনী। এ কারণে গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিভিন্ন সময়ে বিক্ষোভ মিছিল করে আসছে তারা।
মিয়াও মিন হিনটিক নামের এক রাজনৈতিক ব্যক্তি গণমাধ্যমে জানিয়েছেন, রোববার ডাউই শহরে বিক্ষোভ মিছিলে নির্বিচারে পুলিশ গুলি চালালে এতে একজন নিহত হয়। এছাড়াও আহত হয়েছে অন্তত ২০ জন।
এদিকে মিজিমা সংবাদ মাধ্যমের সূত্রে বলা হয়েছে, দেশটির ইয়াঙ্গুনে বিক্ষোভে একজন গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আহতদের প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে।
এর আগেও দেশটিতে বিক্ষোভের সময় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে এক তরুণীসহ তিন বিক্ষোভকারী নিহত হয়।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০