আবরার হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের মিছিল - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৮:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০১৯, ২:২৮ পি.এম
আবরার হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের মিছিল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা। আজ বুধবার সকালে রাজশাহী মহানগরীর ভূবন মোহন পার্ক এলাকার বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ মিছিল বের করা হয়।
ছাত্রদলের নেতাকর্মীরা জানায়, বুয়েট আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে রাজশাহী ছাত্রদলের পক্ষ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শুরুর পরে পুলিশের বাঁধার মুখে পড়ে। পরে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি বলেন, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা প্রতিবাদের মিছিল শুরু করা হয়। এসময় পুলিশ বাধা দিলে তাদের সেখানেই অবস্থান করতে হয়।
মিছিলে নেতৃত্ব দেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রবি। এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুল হক মৃধা মোমিন, হাসান, ইফতেখার জিমু, রনি আহম্মেদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, হাফিজুর রহমান বাবু, তাজুল ইসলাম রাজু, জুয়েল রানা, মনিরুল ইসলাম মনা, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহনেওয়াজ খুরশেদ রিজভী, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক এমদাদুল হক লিমন, যুগ্ম সম্পাদক রায়হান ইসলাম রুদ্র, মতিহার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পিয়ারুল ইসলাম পিয়াল প্রমুখ।
খবর২৪ঘণ্টা, এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০