খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: আফগানিস্তানের ৮টি প্রদেশে সেনা অভিযানে কমপক্ষে ৭৬ জন জঙ্গিকে হত্যা করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। আফগান ন্যাশনাল ডিফেন্স ও সিকিওরিটি ফোর্সের অভিযানে এই জঙ্গিদের হত্যা করা হয়। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার সত্যতা স্বীকার করেছে।
৭৬ জন জঙ্গির মধ্যে অন্তত তিনজন তালিবান কমান্ডার রয়েছে বলে জানা গেছে। সেনা সূত্রে তাদের নামও জানা গিয়েছে। এহসানুল্লাহ, হায়দার ও কোয়াহরামান নামে ওই তিন তালিবান কমান্ডারের পরিচয় জানতে পেরেছে আফগান সেনা। অভিযান চলাকালীন প্রায় ১৪ জন জঙ্গি সেনার হাতে ধরা পড়ে।
নানগারহার, লাঘমান, গজনী, নুরিস্তান, উরুগান, হেরাট, ফারইয়াব ও জয়জ্জান প্রদেশগুলোতে টানা ২৪ ঘন্টা ধরে সেনা অভিযান চলে।
সেনা সূত্রে জানা যায়, জঙ্গিদের গোপন ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে, উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। ৮টি প্রদেশে মোট ১৪বার সেনা অভিযান চলে। আফগান বিমানবাহিনীর ৯৩টি যুদ্ধবিমান এই অভিযানে কাজে লাগানো হয় বলে জানা গেছে।
এই অভিযান সম্পর্কে তালিবানদের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০