খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে সরকারি বাহিনীর অভিযানে ২০ তালেবান জঙ্গি নিহত ও আরও ১৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার এক কর্মকর্তা এ কথা জানান।
প্রাদেশিক গভর্ণরের মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, সংঘাতপূর্ণ আন্দার জেলার খানি বাবা, জারে ও দালিল গ্রামে বুধবার রাতে ব্যাপক অভিযান শুরু করা হয়। সেখানে সরকারি বাহিনীর এ অভিযানে ২০ তালেবান জঙ্গি নিহত ও ১৩ জন আহত হয়।
এ জেলায় অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত ও তিনজন আহত হয়েছে বলেও মুখপাত্র নিশ্চিত করেছেন।তবে এ বিষয়ে তালেবান গ্রুপের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০