আফগানিস্তানে আবারও ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটল। এতে অন্তত ৯ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ২০ জন। খবর এএফপি’র। বোমা বিস্ফোরণে ১২ শিশু নিহত হওয়ার কয়েক দিন পর এবার দেশটির রাজধানীতে এই গাড়ি বোমা হামলার ঘটনা ঘটল।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, ‘সন্ত্রাসীরা কাবুল শহরে হামলা চালিয়েছে এবং ওই হামলায় দুর্ভাগ্যজনকভাবে ৯ জন নিহত ও আরও ২০ জনেরও বেশি আহত হয়েছে।’
নিরাপত্তা সূত্র জানিয়েছে, রাজধানীর পশ্চিমে এ গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তাও বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করেছেন।
তালেবান অথবা অন্য কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে সরকারের পক্ষ থেকে তালেবানকে দায় দিয়ে বলা হচ্ছে, ‘আমরা জানি শত্রু কারা। তাদের পরিকল্পনাও জানা আছে।’
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০