খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: আফগানিস্তানের ফারাহ প্রদেশে বিমান হামলা চালিয়েছে দেশটির বিমান বাহিনী। এতে অন্তত ২০ জঙ্গি নিহত হয়েছে। এছাড়া আরও আটজন আহত হয়েছে। নিহতদের মধ্যে জঙ্গিদের স্থানীয় তিন কমান্ডার রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে রবিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘বিমান বাহিনী শনিবার ফারাহ প্রদেশের খাক-ই-সাফিদ জেলায় জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এতে তিন কমান্ডারসহ অন্তত ২০ জঙ্গি নিহত ও অপর আটজন আহত হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০