খবর২৪ঘন্টা আর্ন্তজাতিক ডেস্কঃ
কড়া নিরাপত্তার মধ্যেই চলছে আফগানিস্তানের সাধারন নির্বাচনের ভোটগ্রহণ। স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয় ভোটগ্রহণ, চলবে রাত সাড়ে ১১টা পর্যন্ত। তবে বৃহস্পতিবার কান্দাহারে তালেবান হামলায় স্থানীয় পুলিশ প্রধান আব্দুল রাজিকসহ আরো দুই শীর্ষ স্থানীয় কর্মকর্তা নিহত হওয়ার পর প্রদেশটিতে নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে গেছে। নির্বাচনি এলাকার নিরাপত্তায় মোতায়ন করা হয়েছে ৫৪ হাজার পুলিশ। আর হামলার আশঙ্কায় ৩০ শতাংশ কেন্দ্রে ভোট গ্রহন বন্ধ রাখা হয়েছে।
এবার পার্লামেন্টের আড়াইশ আসনের জন্য লড়ছেন আড়াই হাজার প্রতিদ্বন্দ্বী। ২০০১ সালে আফগানিস্তানে তালেবান শাসন পতনের পর দেশটিতে এবার নিয়ে তৃতীয় পার্লামেন্ট নির্বাচন হচ্ছে। তালেবান জঙ্গিরা শুরু থেকেই নির্বাচন বানচালের হুমকি দিয়ে আসছে। নির্বাচনি প্রচারের সময় অন্তত ১০ প্রার্থী নিহত হয়। নির্বাচনকে ভুয়া আখ্যা দিয়ে বয়কটের আহবান জানিয়েছে তালেবানরা। আগামী দশই নভেম্বর এই নির্বাচনের প্রাথমিক ফল প্রকাশিত হবে।
প্রসঙ্গত, ২০১৯ সালের এপ্রিলে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠত হবে। তার আগে এটিকে ‘পরীক্ষামূলক নির্বচন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
খবর২৪ঘন্টা / সিহাব
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০