খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে একটি গবাদি পশুর বাজারে রকেট হামলা চালানো হয়েছে। এ হামলায় কমপক্ষে ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো অনেকে।
সোমবার আফগান সরকার এবং তালেবান কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
এ হামলার কারণে দেশটির যুদ্ধরত পক্ষগুলো একে অন্যকে দায়ী করেছে। এই বাজারে প্রতিবেশী জেলাগুলোর কয়েকশ গ্রামবাসী ভেড়া ও ছাগল ব্যবসায়ের জন্য আসে।
হেলমান্দ গভর্নরের এক মুখপাত্র জানিয়েছেন, তালেবানদের দ্বারা চালিত বেশ কয়েকটি রকেট গবাদি পশুর বাজারের কাছাকাছি এসে পড়ে। এতে ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুরাও ছিলো বলে জানান তিনি।এ ঘটনায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এ হামলায় বেসামরিক নাগরিকদের হত্যার জন্য আফগান সরকারকে দায়ী করেছে তালেবান কর্মকর্তারা।খবর২৪ঘন্টা /এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০