খবর২৪ঘণ্টা ডেস্ক:আফগানিস্তানের নানগারহার প্রদেশের বাতিকোট জেলায় তালেবান ও আফগান নিরাপত্তা বাহিনীর ঘোষিত যুদ্ধবিরতির মধ্যে একটি ঈদের জামাতে আত্মাঘাতী বোমা হামলা হয়েছে। এই ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তালেবান ও আফগান বাহিনী যখন যুদ্ধবিরতি পালন করছে তখন এই হামলা হলো।
নানগারহারের পুলিশ প্রধান গোলাম সানায়াই স্ট্যানিকজাই বলেন, ধারণা করা হচ্ছে হতাহতের অধিকাংশই তালেবান।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। তবে হামলা সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি সংগঠনটি।
আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইস আহমাদ বারমাক তালেবান নেতাদের সঙ্গে গতকাল শনিবার রাজধানী কাবুলে সাক্ষাৎ করেছেন। এছাড়া, বাতিকোট জেলায় আফগান নিরাপত্তা বাহিনী ও তালেবান যোদ্ধারা ঈদে একসঙ্গে নামাজ পড়েছে। কয়েকদিন আগে এমন দৃশ্য আফগানিস্তানে কল্পনাও করা যেত না। নামাজের পাশাপাশি তালেবান যোদ্ধা ও নিরাপত্তা বহিনীর সদস্যরা এক অপরের সঙ্গে কোলাকুলি করে।
তালেবানের এক সদস্য বলেন, আমরা এখানে এসেছি আমাদের পুলিশ ও সেনাবাহিনীর ভাইদেরকে শুভেচ্ছা জানাতে। আমরা এখন যুদ্ধবিরতি পালন করছি। সবাই যুদ্ধের কারণে ক্লান্ত। যদি আমাদের নেতারা যুদ্ধবিরতি অব্যাহত রাখার নির্দেশ দেন তাহলে আমরা তা চিরদিনের জন্য পালন করব।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০