আফগানিস্তানের রাজধানী কাবুলে মসজিদের বাইরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রোববার কাবুলের ইদাগাহ মসজিদের প্রবেশপথেই এই বিস্ফোরণ ঘটে।
স্থানীয় এক তালেবান নেতা গণমাধ্যমকে এ তথ্য জানান। তবে এ হামলায় কতজন আহত ও নিহত হয়েছেন তা স্পষ্ট করে বলতে পারেননি তিনি।
সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের মা গত সপ্তাহে মারা যান। তার মৃত্যুতে আয়োজিত একটি শোক অনুষ্ঠানে যোগ দিতে সমবেত হয়েছিলেন লোকজন। আর তখনই এ বিস্ফোরণ ঘটে।
এদিকে এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গিগোষ্ঠী। তবে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর জঙ্গিগোষ্ঠী আইএস প্রাণঘাতী হামলা চালিয়ে দেশটিতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে রেখেছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০