খবর ২৪ঘণ্টা ডেস্ক: মামলা জট কমাতেই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুটি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বৃহস্পতিবার ওই দুটি বেঞ্চ পুনর্গঠন করেন।
এদিন আপিল বিভাগের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে আপিল বিভাগের ১নং বেঞ্চে বসবেন প্রধান বিচারপতিসহ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. নুরুজ্জামান।
এছাড়াও আপিল বিভাগের ২নং বেঞ্চে বসবেন বিচারপতি ইমান আলীর নেতৃত্বে বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি আবু বকর সিদ্দিকী।
আগামী রোববার থেকে এ দুটি বেঞ্চ বসবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান।
তিনি বলেন, মামলা জট কমাতেই আপিল বিভাগের বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি।
এছাড়া মো. নুরুজ্জামান ননীকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত চেম্বার বিচারপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০