নিজস্ব প্রতিবেদক :
আন্দোলনে বাধা দিলে লড়াই বাঁধবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। রোববার বিকেলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের পাশের রাস্তায় আয়োজিত বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, মিথ্যা ও প্রহসনমূলক মামলায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৮ মাস ধরে কারাগারে বন্দী রয়েছেন। তার এ্যাকাউন্টের টাকা খরচ হয়নি। যে টাকা খরচ হয়নি তার আবার আত্মসাৎ কিসের? দেশের ১৭ কোটি মানুষ খালেদা জিয়ার মুক্তি চায়। শুধু সরকার চায়না। জনগনের ভোটে তিনি প্রধানমন্ত্রী
হয়নি। খালেদার অপর নাম গনতন্ত্র। নেত্রীর মুক্তির জন্য আন্দোলন করতে হবে। আন্দোলনে বাধা দিলে লড়াই বাঁধবে। পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, গনতান্ত্রিক আন্দোলনে আপনারাও যোগ দিন। জনগনের মুখোমুখি হবেন না। জনগনের কথাও শুনতে হবে। কারণ এই সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। রাতের আঁধারে পালিয়ে যাওয়া ছাড়া আর কোন পথ নাই। ঐক্যবদ্ধভাবে আন্দোলনে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। শুধু মোবাইলে
নির্দেশনা দিলে চলবে না। স্বশরীরে উপস্থিত থেকে আন্দোলন করতে হবে। শুধু রক্ত দিলেই খালেদা মুক্তি হবে না। আঘাত আসলে আঘাত ফেরত দিতে হবে। তবেই নেত্রীর মুক্তি হবে। কাপুরুষের মতো হাজার বছর বাঁচার দরকার নাই। বীরের মতো কম বাঁচাও সম্মানের। জুয়াড়িদের তালিকা প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০