আন্দোলনের মাধ্যমে এই কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটানো হবে।
নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের প্রাণীসম্পদ অফিসের সামনের সড়কে জ্বালানী তেল, পরিবহণ ভাড়াসহ সকল দ্রব্য মূল্য বৃদ্ধি এবং ভোলা জেলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে গতকাল রোববার(৪ সেপ্টেম্বর)বিকেল ৬ টায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দলের চেয়ে দেশ বড়। দেশকে বাঁচাতে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের বিকল্প নেই।
মহাদেবপুর উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ¦ মোঃ রবিউল আলম বুলেটের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপি’র আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুল মতিন ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টুকু, যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রেজু, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহমেদ, নওগাঁ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ হায়দার টিপু, নওগাঁ জেলা মহিলা দলের সভাপতি সীমা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনির নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ র্যালি নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০