খবর২৪ঘণ্টা ডেস্ক: পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলনের আড়ালে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে, তাদের অনেককেই ইতিমধ্যে চিহিৃত করা হয়েছে এবং অন্যদেরও চিহিৃত করার চেষ্টা চলছে।
শুক্রবার দুপুরে চাঁদপুর পুলিশ লাইনস মসজিদ, মহিলা পুলিশ ব্যারাক এবং নতুনবাজার পুলিশ ফাঁড়ি ভবনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। পুলিশ মহাপরিদর্শক বলেন, অভিযুক্তদের কাউকে ছাড় দেয়া হবে না।
এসময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজ খন্দকার গোলাম ফারুক, চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, পুলিশ সুপার শামসুন্নাহার উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০