রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাক ছিনতাইকারি চক্রের বিরুদ্ধে এবার এলাকাবাসীর পক্ষ থেকে গণপিটিশন দাখিল করা হয়েছে।
রোববার (৭ মে) উপজেলা পোস্ট অফিসের (ডাক যোগাযোগ) মাধ্যমে ১২ জনের নাম উল্লেখ করে জেলা-উপজেলার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ ও গণপিটিশন দিয়েছেন স্থানীয়রা।
এ পিটিশনে যাদের না উল্লেখ রয়েছে তারা হলেন, পুঠিয়া থানার বারইপাড়া পিরগাছা গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে ও আন্তজেলা ট্রাক ছিনতাইকারি চক্রের প্রধান আশারাফুল ইসলাম (৩৫)। একই এলাকার আশরাফুলের ছেলে সিজান, রবিউলের ছেলে রবিন, পুঠিয়া থানার গন্ডোগোয়ালি এলাকার আবু বকরের ছেলে সালমান হোসেন সোহান, ধোপাপাড়া এলাকার মিজানুর রহমান, বারইপাড়া হেজাতিপাড়া এলাকার শহিদুলের ছেলে সাগর ও চারঘাট থানার ঝিকরা গ্রামের শাকিল, একই গ্রামের সুরুজ, আলিফ, থানাপাড়া গ্রামের সুমন, একই গ্রামের ফারুক। এছাড়া নাটোর কাফুরিয়া ইউনিয়নের গাওপাড়া গ্রামের রুহুল।
স্থানীয়দের স্বাক্ষর করা গণপিটিশনে উল্লেখ রয়েছে, আশরাফুল ইসলাম একজন কুখ্যাত আন্তঃজেলা ট্রাক ছিনতাইকারি ও চোর চক্রের প্রাধন।
জেলা-উপজেলার বিভিন্ন জায়গা থেকে উল্লেখিত সদস্যদের সংগ্রহ করে এবং রাত হলেই একটি পিকআপ ও তিন চারটি মোরসাইকেল সঙ্গে নিয়ে এলাকার গরু, ছাগল, পুকুরের মাছ, বাগানের কলা ও আম চুরি করে।
এছাড়া মহাসড়কে চলন্ত ট্রাক থেকে মালামাল চুরি করে তাদের নিজস্ব পিকআপে লোড করে। এছাড়াও পাওয়ার টিলার, ট্রলি, ট্রাক্টর সহ আরও মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যাওয়া তাদের নিত্যদিনের ব্যাপার হয়ে দাড়িয়েছে। এলাকায় সকল ধরনের অপরাধের সাথে জড়িত তারা। এছাড়া তারা ইয়াবা, ফেনসিডিল গাঁজাসহ বিভিন্ন নেশা দ্রব্য সেবন করে।
এদের অত্যাচার এলকাবাসিদের জনজীবন সর্বশান্ত করে তুলেছে। পিটিশনে আরও উল্লেখ রয়েছে, ছিনতাইকারি ও চুরি সিন্ডিকেট চক্রকে চির নির্মূল এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ও প্রশাসনিক দপ্তরের কাছে আমরা গণস্বাক্ষরিত একটি গণপিটিশনের মাধ্যমে এদের বিচারের দাবী জানাচ্ছি।
এ বিষয়ে গনপিটিশনে স্বাক্ষরকারী স্থানীয় সাব্বির হোসেন বলেন, চক্রের প্রধান আশরাফুল ইসলাম এর নেতৃত্বে প্রায় প্রতিদিন এই মহাসড়কে, ট্রাকের মালামাল ছিনতাই ও গ্রামের অধিকাংশ রাস্তায় দিনে-দুপুরে মোবাইল মানিব্যাগ ছিনতাইয়ের পাশাপাশি গাছের ফল-ফলাদিসহ মোটরসাইকেলও ছিনিয়ে নিয়ে যায় তারা।
স্বাক্ষরকারি আলামিন বলেন, গত ২৮ মার্চ মিজানুর রহমান (২২) নামে একজনকে গ্রেফতার করে পুঠিয়া থানা পুলিশ। তার দেওয়া তথ্য মতে ৩ এপ্রিল তার বাসা থেকে চুরি করা মালামাল জব্দ করেন তারা। এই বিষয়ে থানায় একটি মামলাও হয়। এই মামলায় আশরাফুল ইসলামকে আসামি করা হয়েছে।
তিনি বলেন, এ চক্রের স্থানীয় ও বহিরাগত কিছু যুবক রয়েছে। পুঠিয়া থানা পুলিশের কাছে তাদের একটি ডাটাবেজও রয়েছে। তবুও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। আলামিন বলেন পুলিশ এ ব্যাপারে উদাসীন। কারণ চক্রের অন্যান্য সদস্যরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হয় না।
এব্যাপারে, পুলিশ ও প্রশাসন কোন পদক্ষেপ না নেওয়ায় স্বাক্ষরকারিগণ সরকারের আইন ও প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাদেরকে অতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০