আধুনিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ ও আধুনিক বিল্ডিং সহ বর্তমান সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছেন।
বুধবার ( ২৪ মে) নওগাঁর মহাদেবপুরে জাতিসংঘ ঘোষিত এসডিজি-৪ এর লক্ষ্য অর্জনে মাধ্যমিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে দিক নির্দেশনা এবং সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত ওয়ার্কশপে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহাদেবপুর সর্বমঙ্গলা (পাইলট) উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত ওয়ার্কশপে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন, নওগাঁ জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, ইউআরসি ইনস্ট্রাক্টর আব্দুল্লাহেল মাসুম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এস এম ইব্রাহিম হোসেন প্রমুখ।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০