দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোববার (২৭ মার্চ) ভোরে নরসিংদীর রায়পুরায় উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম আজহার মিয়া (৪৫)। তিনি গৌরীপুর গ্রামের মৃত আয়দার আলীর ছেলে। তিনি মালবাহী নৌকার মাঝি ছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী।স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে মুছাপুর গ্রামের পাঠান বাড়ি ও মোল্লা বাড়ির মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর আগেও তারা বেশ কয়েকবার সংঘর্ষে জড়ায়। সম্প্রতি কথা কাটাকাটির জেরে শনিবার দিবাগত রাত ২টার দিকে একদল অন্যদলের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে একজন নিহত এবং পাঁচজন আহত হয়। তবে তারা কোন দলের সেটা নিশ্চিত হওয়া যায়নি।
মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন ভূইয়া জানান, দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। দুই দিন আগেই গুঞ্জন শোনা যাচ্ছিল, নিজেরা নিজেদের দলের লোক মেরে নাকি মামলা করবে অন্যদলের নামে। তবে গতকাল রাতে ঘটনা কি ঘটছে তা এখনো বলতে পারছি না।
রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আতাউর রহমান জানান, গ্রামবাসীর সংঘর্ষে একজন মারা গেছেন। পুলিশ এটা নিয়ে কাজ করছে।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০