খবর ২৪ ঘণ্টা ডেস্ক: সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে কঠোর নিরাপত্তায় শাহবাগ থানা থেকে গাড়িতে করে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় তাকে সাইবার ট্রাইব্যুনালে আনা হয়।
এরপর মোয়াজ্জেমকে সিএমএম আদালতের হাজতখানায় নেয়া হয়। হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোতালেব হোসেন জানান, বেলা ২টার দিকে তাকে সাইবার আদালতে তোলা হবে।
ডিজিটাল নিরাপত্তা আইনে পরোয়ানা জারির ২০ দিন পর গতকাল রোববার দুপুরে হাইকোর্ট এলাকা থেকে মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়। গত ২৭ মে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
এদিকে মাদরাসাছাত্রী নুসরাত জাহানকে গত ৬ এপ্রিল পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। তার ১০ দিন আগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানাতে সোনাগাজী থানায় যান নুসরাত। থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন সে সময় নুসরাতকে আপত্তিকর প্রশ্ন করে বিব্রত করেন এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
ওই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে আদালতের নির্দেশে সেটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারপর গত ২৭ মে আদালতে অভিযোগপত্র জমা দিলে ওই দিনই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০