আদালতের অভ্যন্তরে মারামারির একটি মামলায় পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (২ নভেম্বর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান এই আদেশ দেন।
এর আগে ওই মামলায় মিলন চেয়ারম্যান উচ্চ আদালতের নির্দেশে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। গতকাল ওই মামলার তার উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হয়। মঙ্গলবার (২ নভেম্বর) উচ্চ আদালতের নির্দেশে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে এসে তাকে জেল হাজতে দেন বিচারক।
আদালত সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ক্যান্টিনে একটি মামলার বাদী ও বিবাদীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল সেই ঘটনায় ওই দিনই আদালত পুলিশের সহকারী উপ পরিদর্শক মজিবর রহমান বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় রাতে ওই ইউপি চেয়ারম্যানসহ ৭ জনকে আসামি করে (মামলা নং ২৮) দায়ের করে। পরে সদর থানার মারামারির সময় ৬ জন আসামিকে আদালত পুলিশ আটক করে।
এ সময় কুদরত-ই-খুদা মিলন চেয়ারম্যান বিবাদী ছিল এবং মারামারির মামলায় তাকে পলাতক আসামি করা হয়। পরে মামলার ৬ জন আসামি আব্দুল জব্বারের পুত্র আব্দুল হামিদ (৪০), শরিফউদ্দিনের পুত্র নুর ইসলাম (৩৮), আজিজার রহমানের পুত্র সেলিম রানা (২৫), ওয়াজেদ আলীর পুত্র আজিজার রহমান (৪৭), আমের আলীর পুত্র ফারুক হোসেন (২৫) আব্বাস আলীর পুত্র সাইদুল ইসলাম (৩৮) জামিনে মুক্ত হয়।
এদিকে মঙ্গলবার (২ নভেম্বর) মিলন আদালতে আত্মসমর্পণ করতে আসলে তাকে জেল হাজতে প্রেরণ করে আদালত।
উল্লেখ্য, মিলন চেয়ারম্যান বর্তমানে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাবান্ধা ইউনিয়নে চশমা প্রতীকে অংশ নিচ্ছেন। এর আগে দু’বার বিপুল ভোটের ব্যবধানে তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০