খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: যশোরে আত্মহত্যার চেষ্টাকারী পুলিশ উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম (৪৭) মারা গেছেন।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
রফিকুল ইসলাম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন দক্ষিণ ফুকরা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালের ২৬ মে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি স্ত্রীসহ দুই কন্যাসন্তান রেখে যান।
যশোরের পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, শারীরিক অসুস্থতা ও পারিবারিক অশান্তির জেরে পাঁচ দিন আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন রফিকুল ইসলাম। শুক্রবার দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।
এদিকে শনিবার রাতে পুলিশ সুপার তার ফেসবুক পেজে রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তার রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
পুলিশ সুপার বলেন, প্রতিটি মৃত্যুই আমাদের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করে। তবু প্রিয় সহকর্মীকে হারানোর এ শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশ পুলিশকে এগিয়ে যেতে হবে।খবর২৪ঘন্টা /এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০