খবর২৪ঘণ্টা ডেস্ক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৮ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-১) আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ২৩ সেপ্টেম্বর এ আদেশ জারি হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাহাত গাওহারীকে অতিরিক্ত পুলিশ সুপার গাইবান্ধা জেলায়, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার ঠাকুরগাঁও জেলায়, বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে অতিরিক্ত পুলিশ সুপার ময়মনসিংহ জেলায়, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে অতিরিক্ত পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি অফিস বরিশালে বদলি করা হয়েছে।
অন্যদিকে ১০ এপিবিএন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুলকে অতিরিক্ত পুলিশ সুপার চট্টগ্রাম জেলায়, এন্টি টেররিজম ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীনকে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নড়াইল, রেলওয়ে সৈয়দপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও সিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শচীন চাকমাকে অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স (টিআর পদে) হিসেবে বদলি করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০