নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাটের পদ্মা নদীতে বিজিবি-বিএসএফ গোলাগুলির পর ঘটনা জানাতে বৃহস্পতিবার রাতে সাড়ে ৮টার দিকে ১ বিজিবির সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স করা হয়। প্রেস কনফারেন্সে বক্তব্য দেন ১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।
তিনি লিখিত বক্তব্যে বলেন, বৃহস্পতিবার সকাল আনুমানি সাড়ে ১০টার দিকে ব্যাটালিয়নের অধিনস্থ চারঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১ কিলোমিটার পশ্চিম দিকে এবং সীমান্ত পিলার ৭৫/৩ এস থেকে ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহরিয়ার খাল নামক স্থানে জিআর (৭২৮৮৫৮ মানচিত্র ৭৮ডি/১১) মা ইলিশ সংরক্ষণ কর্মসূচীর আওতায় মৎস কর্মকর্তার
উপস্থিতিতে পদ্মা নদীতে অভিযানকালে মাছ ধরার সময় তিনজন জেলেকে আটক করার চেষ্টা করে। একজনকে জালসহ আটক করে নদীর এপারে নিয়ে আসা হয় এবং তারা ভারতীয় নাগরিক বলে নিশ্চিত হওয়া যায়। কিছুক্ষণ পর ১১৭ বিএসএফ ব্যাটালিয়নের কাগমারি ক্যাম্প থেকে চার সদস্যের একটি টহল দল স্পীড বোট যোগে অনুমতি ছাড়া শূণ্য লাইন পার হয়ে অবৈধভাবে ৬০০-৬৫০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করে বিজিবির টহল দলের কাছে আসে এবং আটক ভারতীয় নাগরিককে ছেড়ে দেওয়ার জন্য বলে। টহল দল পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হবে বলে জানায়। কিন্ত বিএসএফ’র সদস্যরা ভারতীয় নাগরিককে বিজিবির কাছ থেকে নিয়ে মারধর করে এবং ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বিজিবি সদস্যরা বাধা দিলে বিএসএফ ৬/৮ রাউন্ড গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা পাল্টা গুলি চালায়। এ সময় তারা ফায়ার করতে করতে ঘটনাস্থল থেকে চলে যায়। আটক ভারতীয় নাগরিক
মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ছিড়াচর গ্রামের বসন্ত মন্ডলের ছেলে প্রনব মন্ডল । টহল দল ভারতীয় জেলের কাছ থেকে চার কেজি কারেন্ট জাল উদ্ধার করে। আটক নাগরিককে চারঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনার পর বিকেল পৌনে ৫টা থেকে পৌনে ৬টা পর্যন্ত ১ বিজিবির অধিনায়ক ও ১১৭ বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক মেহতোর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ দাবি করে, তাদের ১ জন সদস্য নিহত ও একজন সদস্য আহত
হয়েছে। উভয় পক্ষ তদন্তের ব্যাপারে একমত হয়। পরে আলোচনার জন্য পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ১ বিজিবির অধিনায়ক বলেন, যে ঘটনা ঘটেছে সেটি অনাকাঙ্খিত। বিএসএফ সদস্য নিহত হওয়ার ব্যাপারে তিনি বলেন, সেটি বিএসএফও পতাক বৈঠকে দাবি করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। সীমান্ত স্বাভাবিক রয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাড়তি সদস্য মোতায়নের মতো কোন পরিস্থিতি হয়নি।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০