খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছলিম (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার ভোররাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ছলিম চাকমারকুল এলাকার কাদির হোসেনের ছেলে।
টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মঙ্গলবার রাতে ছলিম ডাকাতকে আটক করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে ভোররাতে হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধার করতে অভিযানে গেলে ওঁৎ পেতে থাকা মাদক ব্যবসায়ী ও ছলিম ডাকাতের সহযোগীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
এতে উভয়পক্ষের গোলাগুলিতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান, কনস্টেবল আব্দুর শুক্কুর ও মেহেদী গুরুতর আহত হন। ছলিমও গুলিবিদ্ধ হন। পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহত ছলিম ডাকাত দলের সক্রিয় সদস্য এবং মাদক কারবারে জড়িত। উপজেলার অধিকাংশ ডাকাতি ও মাদক চোরাচালানের সঙ্গে তিনি জড়িত ছিলেন। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ১টি এলজি, ৬ রাউন্ড তাজা কার্তুজ,৭ রাউন্ড গুলির খোসা ও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০