খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত থাকতে আজ মুন্সীগঞ্জ যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। বেলা সাড়ে ১২ টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে মুন্সীগঞ্জ পৌছাবেন টাইগার অধিনায়ক।
মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে সকাল ১০টায় ফাইনালে মুখোমুখি হবে সদর উপজেলা ও গজারিয়া উপজেলা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন মাশরাফি।
মাশরাফি ছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগের কমিশনার ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি এম বজলুল করিম চৌধুরী, মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মীর মাহফুজুল হক, মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আনিছউজ্জামান, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু এবং মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সায়লা ফারজানা।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০