খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: লর্ডসে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রীতিম্যাচ খেলতে নামবে আইসিসি ঘোষিত বিশ্ব একাদশ। যেখানে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আর এই ম্যাচে বিশ্ব একাদশের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১ টায়।
২০১৭তে ঘূর্ণিঝড় ‘ইরমার’ ও ‘মারিয়ার’ আঘাতে ক্যারিবিয়ান অঞ্চলে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। তাদের সাহায্যার্থেই এই প্রীতি ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
বিশ্ব একাদশ স্কোয়াড:
শহীদ আফ্রিদি (পাকিস্তান), তামিম ইকবাল (বাংলাদেশ), মিশেল ম্যাকগ্লাশান (নিউজিল্যান্ড), দীনেশ কার্ত্তিক (ভারত), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), লুক রঙ্কি (নিউজিল্যান্ড), শোয়েব মালিক (পাকিস্তান), সন্দিপ লামিচান (নেপাল), আদিল রশিদ (ইংল্যান্ড), মোহাম্মদ শামি (ভারত), স্যাম বিলিংস (ইংল্যান্ড), স্যাম কুরান (ইংল্যান্ড), রশিদ খান (আফগানিস্তান), টাইমাল মিলস (ইংল্যান্ড)।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
কার্লস ব্র্যাথওয়েট, সামিউল বাদ্রি, রায়াদ এমরিত, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, এভিন লুইস, আশলে নার্স, কেমো পাওল, রভমান, পাওয়েল, দীনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন সামুয়েলস, কেসরিক উইলিয়ামস।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০