খবর ২৪ ঘণ্টা ডেস্ক: সম্ভবত আজই (মঙ্গলবার) বিজেপিতে যোগ দিতে পারেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়।
সোমবার বিকাল সাড়ে ৫টার বিমানে মুকুল রায়ের সঙ্গে দিল্লি গেছেন সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। দিল্লি গেছেন বীজপুর, কাঁচরাপাড়া এলাকার কয়েকজন তৃণমূল নেতা ও একাধিক কাউন্সিলর। সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে।
রবিবার রাতে দফায় দফায় কাঁচরাপাড়ার রায় পরিবারে বৈঠকে বসেন পিতা-পুত্র। পারিবারিক বৈঠকের পরই সোমবার বিকালে মুকুল-শুভ্রাংশুর দিল্লি যাত্রা শুভ্রাংশুর বিজেপিতে যোগদানের ইঙ্গিত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য, শুভ্রাংশুর বিজেপিতে যোগদানের জল্পনা কয়েকদিন ধরেই চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। বহুবার তৃণমূল নেতৃত্বের উপর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন শুভ্রাংশু। লোকসভা নির্বাচনের মুখে এক নির্বাচনী সভায় শুভ্রাংশু দলেরই শীর্ষ নেতৃত্বকে নিশানা করেছিলেন।
অন্যদিকে মুকুল রায় বলেছিলেন, “শুভ্রাংশুর বিজেপিতে যোগদান স্রেফ সময়ের অপেক্ষা।” গত সপ্তাহে শুভ্রাংশুর সাংবাদিক বৈঠক এ জল্পনা আরও বাড়িয়েছে।
মুকুলপুত্র বলেন, “আমার কাছে সব দলের দরজা খোলা রয়েছে। নতুন ইনিংস শুরু করার সম্ভাবনা রয়েছে। হয় বসে যেতে পারি বা অন্য দলও হতে পারে।”
শুভ্রাংশু আরও বলেন, “যদি তৃণমূল বর্জন করে, তবে কোনও না কোনও দলে তো যেতে হবেই।”
আরও বলেছিলেন, “একটা ওপিনিয়ন নেওয়ার দরকার। বাড়িতে বলতে হচ্ছে, দলে কৈফিয়ৎ দিতে হচ্ছে, বন্ধুবান্ধবরাও বলছে, কী করছি। সকলকে কৈফিয়ৎ দিতে হচ্ছে। দল কি আমায় বিশ্বাস করে? প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে আমি।”
ওইদিনই দলবিরোধী মন্তব্যের জেরে শুভ্রাংশু রায়কে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০