খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: বাংলাদেশের অন্যতম পেসার তাসকিন আহমেদ। ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা সুঠাম দেহের অধিকারী এ পেসারের জন্মদিন আজ সোমবার। ২৩ বছরে পা রাখলেন তিনি। ১৯৯৫ সালে ৩ এপ্রিল ঢাকার মোহাম্মদপুরে জন্মগ্রহণ করেন তাসকিন আহমেদ।
২০১১ সালের অক্টোবরে ঢাকা মেট্রোপলিসের হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে তাসকিনের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার।
২০১৪ সালে দেশের মাটিতে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে ৮ ওভার বোলিং করে মাত্র ২৮ রানে ৫ উইকেট শিকার করেন তাসকিন। একই বছর টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক হয়।
২০১৫ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলে ৬ ম্যাচে ৯ উইকেট নিয়ে দেশের সেরা বোলার হন তাসকিন।
আজকের এই বিশেষ দিনে বাংলাদেশ জার্নাল পরিবারের পক্ষ থেকে তাসকিনের প্রতি রইল অনেক অনেক শুভকামনা।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০