আজারবাইজানে বাংলাদেশী ছাত্রী রিয়া ফেরদৌসী(২৫) রহস্যজনক ভাবে খুন হয়েছেন।
রিয়া সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ালেখা করতেন। তার বাড়ি রাজশাহীর পুঠিয়ার পৌর-সদরের কাঁঠালবাড়িয়া মহল্লায় ।
নিহত রিয়ার বাবা আবুবকর জানান, অনেক স্বপ্ন নিয়ে রিয়াকে পড়তে পাঠাই সেখানে। কিন্তু মেয়ে এখন লাশ হয়ে ফিরবে ভাবতে পারছিনা। রিয়া আজারবাইজানের রাজধানী বাকুতে একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ছিল। পাশাপাশি একটি রেস্টুরেন্টে কাজ করে সে।
বুধবার(২৩ফেব্রয়ারি) সকালে ওই দেশের গান্ঞ্জা শহরে খুন হয় রিয়া । ঘটনার দিন বিকালে রিয়ার বড় ভাই আরমান আলীর মুঠোফোনে সেখান থেকে এ খবর আসলে বিষয়টি জানতে পারি আমরা। তবে কি কারণে ও কিভাবে খুন হন রিয়া সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
তিনি আরও বলেন, আজারবাইজানে বাংলাদেশী দূতাবাস নেই। সেখানে ইরানি দূতাবাসের মাধ্যমে আমার মেয়ের লাশ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০