খবর২৪ঘণ্টা নিউজ ডেস্ক: অমর একুশে বইমেলা আগে সার্বজনীন ছিল কিন্তু এখন আওয়ামী লীগের বইমেলায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, বইমেলার সর্বজনগ্রাহ্য সম্ভ্রম ক্ষুণ্ন্ন করা হয়েছে। মেলার বিভিন্ন স্টল আওয়ামীকরণে সজ্জিত করা হয়েছে। এখন মেলায় ঢুকলেই মনে হয়, এটি যেন আওয়ামী লীগের কোনো কাউন্সিল অধিবেশন। একদলীয় দুঃশাসনের প্রভাব পড়েছে এবারের বইমেলায়।
বিএনপির প্রতি জনগণের আস্থা নেই, ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আপনাদের দান-খয়রাতের গণতন্ত্রে জনগণকে কোথায় পাঠিয়েছে তা কী জানেন? জনগণের প্রতি আস্থা থাকলে তত্ত্বাবধায়ক সরকার তুলে দিয়ে নিশিরাতের নির্বাচন কেন করেছেন? আসলে তিনি জনগণ বলতে অন্য দেশের জনগণের কথা বলেছেন। তারা হয়তো আওয়ামী লীগ সরকারকে সমর্থন করে। বাংলাদেশের জনগণ তো বন্দি।’
বাংলাদেশ খেলাপি ঋণের যে তালিকা প্রকাশ করা হয়েছে, প্রকৃত ঋণ তার তুলনায় অনেক বেশি বলে দাবি করে রিজভী বলেন, ‘সব চেটেপুটে খেয়ে এখন দেশটাকে দেউলিয়া করে দিচ্ছে। আর কিছুদিন ক্ষমতায় থাকলে তারা অন্যদেশের কাছে নিজের দেশকে বন্ধক রেখে দেবে।’
আওয়ামী লীগের এক নেতার নামে বেঙ্গল কমার্শিয়াল নামে একটি ব্যাংক অনুমোদন দেওয়া হয়েছে দাবি করে রিজভী বলেন, সামনে আরও চারটি ব্যাংকের অনুমোদন দেওয়া হবে। এই ব্যাংকগুলো করা হচ্ছে জনগণের পকেটে কাটার জন্য।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০