খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: আইপিএলের চলতি আসরে দুর্দান্ত ফর্মে আছে চেন্নাই সুপার কিংস। প্রতিদিনই খবরের শিরোনাম হচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে সিএসকে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। কিন্তু নাইটদের হেড কোচ জ্যাক ক্যালিস ধোনির থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন সিএসকে দলকে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই অলরাউন্ডারের কাছে আগে দল, পরে ব্যক্তি।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্যালিস বলেছেন, ‘‘চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। এমএস (ধোনি) নিয়মিত খবরের শিরোনাম হচ্ছে। কিন্তু ব্যক্তির চেয়ে তো দল অনেক বড়। প্রথম দুইয়ে শেষ করাই আমাদের লক্ষ্য। একটা ম্যাচ করে ভাবো। অনেক দূরে তাকানোর দরকার নেই।’’
এবারের টুর্নামেন্টে এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে কেকেআর। আটটি ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে নাইটরা, হেরেছে চারটিতে। এই পরিসংখ্যানকে অবশ্য খুব একটা গুরুত্ব নিতে চান না ক্যালিস।
তিনি বলেছেন, ‘‘সব দলই চায় জয়-পরাজয়ের অনুপাত ঠিকঠাক থাকুক। তবে এখন জয় ও পরাজয়ের যে অনুপাত (৪-৪) তাতে আমি খুশি। প্রতিযোগিতার এই পর্যায়ে আমরা ঠিক জায়গাতেই রয়েছি। এবার আমাদের প্রথম দুইয়ে পৌঁছনোর জন্য জোর দিতে হবে।’’
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০