খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: করোনা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সে ব্যাপারে নিশ্চিত তথ্য নেই কারও কাছেই। তবে যেভাবে পরিকল্পনা করা হয়েছে তার সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরে বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজের প্রায় সাড়ে চার মাস আগেই সরব ভূমিকায় দেখা গেল ভারতের সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর।
ভারতের সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাঁহাতি ওপেনার গম্ভীর। দুই বিশ্বকাপের ফাইনালেই খেলেছিলেন বড় ইনিংস। তার মতে এবারের অস্ট্রেলিয়া সফরেও স্বাগতিকদের কঠিন পরীক্ষা নেবে ভারতীয় ক্রিকেট দল।
গম্ভীর মনে করেন, এক্ষেত্রে অনুপ্রেরণা হতে পারে ভারতীয়দের সবশেশ অস্ট্রেলিয়া সফর। ২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে চার ম্যাচ সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল বিরাট কোহলির দল। যা তাদের এনে দিয়েছিল ৭০ বছর পর অসিদের মাটিতে সিরিজ জেতার গৌরব।
এবারও তার পুনরাবৃত্তি হবে জানিয়ে টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, ‘যেকোন কন্ডিশনে প্রতিপক্ষকে চাপে ফেলার মতো ফাস্ট বোলার আছে ভারতের। আমি নিশ্চিত, সবশেষ সফরের সাফল্য সঙ্গী করে ভারত যখন পুনরায় অস্ট্রেলিয়া যাবে, তখন তারা স্বাগতিকদের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে।’
এসময় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারেও নিজের মতামত দিয়েছেন গম্ভীর। তিনি বলেন, ‘দেখুন, এসব সিদ্ধান্ত নেয়াটা সহজ কাজ নয়। এ সিদ্ধান্তগুলো খুবই ভেবেচিন্তে এবং সঠিকটাই নিতে হয়। আমি নিশ্চিত, খুব শিগগিরই আইসিসি নিজেদের অবস্থান পরিষ্কার করবে। সবার সবদিক বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেবে তারা, এমনটাই কাম্য।’
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০