নিজস্ব প্রতিবেদক :
আগামী ১০ অক্টোবর রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গতকাল বৃহম্পতিবার বিকেলে বনসাই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এ কথা জানান। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর রাসিকের
বর্তমান অবস্থার পরিবর্তন করা হবে। আগের মতো নগরীতে রঙ্গীন বাতি জ্বলবে। রাস্তা-ঘাটসহ নগরীর ব্যাপক উন্নয়ন করা হবে।উল্লেখ্য, ৩০ জুলাই রাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তিনি বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন। এরপর চলতি মাসে ৫ সেপ্টেমবর রাসিক মেয়র ও সিলেটের মেয়র ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০