নওগাঁ প্রতিনিধি: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে নওগাঁয় তিন দিনব্যাপী অঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহ, দেশ ও মানবতার কল্যাণ-সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করা হয়।
আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম।
মোনাজাতে দেশের বিভিন্ন জেলা ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত ও ইন্দোনেশিয়াসহ বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এসময় ইজতেমা ময়দানে প্রায় দেড় লাখ নারী-পুরুষের সমাগম ঘটে।
এর আগে নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দোগাছী মাঠে ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০