খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ফের আক্রমণের মুখে সানি লিওন। বাগানে বসে এবার চা তৈরির জন্য নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়তে হল সানিকে। কেন জানেন?
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন সানি লিওন। যেখানে বাগানের মধ্যে বসে চা তৈরি করতে দেখা যায় সানিকে। এ পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু, বাগানে বসে কেটলির মধ্যে চা নিয়ে লাইটার জ্বালিয়ে তা তৈরি করার চেষ্টা করেন। ছবি নীচে ক্যাপশনও দেন সানি। লেখেন, এমনভাবে লাইটার দিয়ে চা তৈরির চেষ্টা কেউ করবেন না।
সানির ওই ছবি প্রকাশ্যে আসার পর পরই তা ভাইরাল হয়ে যায়। সানি যেভাবে চা তৈরি করছেন, তা এক মাস পরে হবে বলে কেউ কটাক্ষ করেন। কেউ ‘বীরবল কি খিচড়ি’ বলে কটাক্ষ করেন সানি লিওনের ওই প্রচেষ্টাকে। কেউ আবার আগরবাতি দিয়ে চা তৈরির পরামর্শও দিয়েছেন সানিকে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০