রাজশাহীর বাঘা উপজেলার শোকসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন আওয়ামী লীগকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেই চিৎপটাং হয়ে গেছে । তিনি বলেন, বিএনপি এখন কোমরভাঙা দলে পরিণত হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত শোকসভায় তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি আজ ঢাকায় কালো পতাকা মিছিল করেছে। কিন্তু কোনো লাভ নাই। দেশের মানুষ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে। জনগণ বিএনপিকে লাল পতাকা দেখিয়ে দিয়েছে। বর্তমানে যে অবস্থা, ভবিষ্যৎ তাদের হামাগুড়ি কর্মসূচি দিতে হবে। আন্দোলনের নামে বিএনপি আওয়ামী লীগকে ধাক্কা দিতে গিয়ে নিজেই চিৎপটাং হয়ে গেছে।’
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘দেশের উন্নয়ন ফখরুল সাহেবদের চোখে পড়ে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিএনপি তখন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। বিদেশিরাও তাদের নালিশের কর্ণপাত করছে না। বিএনপি এখন কোমরভাঙা দলে পরিণত হয়েছে।’
শোকসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আক্তার জাহান, রাজশাহী পবা ও মোহনপুর আসনের সংসদ সদস্য মো. আইন উদ্দিন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আবিদা আনজুম মিতা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ৷
জ/ন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০