অবৈধ মাদক আইস বা ক্রিস্টাল মেথ’র এ যাবতকালের সবচেয়ে বড় চালান ও অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া আইস সিন্ডিকেটের অন্যতম হোতা মোহাম্মদ হোসেন ওরফে খোকন ও তার সহযোগী রফিকের ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৭ অক্টোবর) আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে যাত্রবাড়ী থানার মাদক ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান মাদক মামলায় পাঁচ দিন ও আরেক মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া অস্ত্র মামলায় চার দিনের রিমান্ডের আদেশ দেন।
গত শনিবার (১৬ অক্টোবর) যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে খোকন ও তার এক সহযোগীকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সে সময় তাদের কাছ থেকে প্রায় পাঁচ কেজি আইস, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এটি এখন পর্যন্ত দেশে আটক হওয়া আইসের সবচেয়ে বড় চালান, যার আনুমানিক মূল্য সাড়ে ১২ কোটি টাকা।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০