দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ (২-১) জয় বাংলাদেশের। অবিস্মরণীয় এই জয়ের সুফল পেল দ্রুতই। আইসিসি র্যাঙ্কিংয়েও এগিয়ে গেল তামিম-সাকিবরা। দ্বিতীয়বারের মতো আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে আসলো টাইগাররা।
ছয়ে উঠতে পেছনে ফেলা হয়েছে পাকিস্তানকে। মঙ্গলবার অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান হেরে যায় ৮৮ রানে। এই ম্যাচের পরেই হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পেছনে পড়ে যায় পাকিস্তান। এক ধাপ নিচে নেমে পাকিস্তানের অবস্থান এখন সাত নম্বরে।
৩৬ ম্যাচে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩। অজিদের কাছে হেরে পাকিস্তান হারিয়েছে দশমিক ৫০ রেটিং পয়েন্ট। ২৮ ম্যাচ খেলা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৯৩ হলেও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ায় বাবর-আফ্রিদিদের টপকে গেছে তামিম ইকবালের দল।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ১২১, দুইয়ে রয়েছে ইংল্যান্ড, তিনে অস্ট্রেলিয়া। ভারতের অবস্থান চার ১১০ পয়েন্ট নিয়ে। পাঁচ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
শুধু ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগোয়নি বাংলাদেশ, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকাতে শীর্ষস্থানে রয়েছে লম্বা সময় ধরে। ১৮ ম্যাচের ১২টিতে জেতায় টাইগারদের পয়েন্ট ১২০। দুই নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১৫ ম্যাচে ৯৫।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০